| Artist: | Arijit Singh |
|---|
আবার ফিরে এলে Chords
Version: Easy | Capo: 2nd fret
by Arijit Singh
(Verse 1)
Gতোমার অভিমানে Dভরা
Emকৃষ্ণকলি নামBm ধরা দিতে চায়,
Gপথ হারিয়ে ফেলD সুবর্ণরেখা তাই
Amদুচোখ ঢেকে যাচ্ছি কে Cকোথায়।
Gতোমার অভিধানেD আছে
Emএমন কোনো হাসিBm ছুঁয়ে গেছে মন,
Gমুগ্ধ হবো আবার Dঅল্প কিছুক্ষণ
Amহাতের মুঠোয় চাইছিC শিহরণ।
(Verse 2)
Gযাত্রীহীন এই রাত্রীগুলোর
বন্ধু হবেEm কে?
Bmশীতের বোতাম আটকে নিয়ে
Amসঙ্গী হবে Dকে?
Gঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিম ঝিমEm উল্লাসে,
Bmএক নিমেষে হাওয়ার ছোবল
Amএড়িয়ে যাবেD সে।
(Chorus 1)
Gআবার ফিরে Amএলে
জেগে Cআছি পরিনিEm ঘুGmমিয়ে,
Gআবার ফিরে Amএলে
ভালCবাসাই উড়েওEm যাইনি ফুGরিয়ে।
(Verse 3)
Gতোমার বিপদ গলিরD কাছে
Emডানা মেলে আমিBm জানতে পরিচয়,
Gমেরুন কোনো দীপে Dথাক রহস্যময়
Amছুঁয়ে দিলে কী জানি Cকী হয়।
Gতোমার শঙ্খমালার Dসাদায়
Emচিহ্ন রাখা আছেBm শব্দহীনতায়,
Gনিঃসঙ্গতা জানে Dহয়না তার বিদায়
Amদূরে গিয়েও ফিরে আসাC যায়।
(Verse 4)
Gযাত্রীহীন এই রাত্রীগুলোর
বন্ধু হবে Emকে?
Bmশীতের বোতাম আটকে নিয়ে
Amসঙ্গী হবে Dকে?
Gঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিম ঝিম Emউল্লাসে,
Bmএক নিমেষে হাওয়ার ছোবল
Amএড়িয়ে যাবে Dসে।
(Chorus 2)
Gআবার ফিরে Amএলে
জেগে Cআছি পরিনিEm ঘুGমিয়ে,
Gআবার ফিরে Amএলে
ভালCবাসাই উড়েও Emযাইনি ফুরিGয়ে।
