এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি আরও অচেনা।
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি আরও অচেনা… অচেনা… আআআ।
{Verse 1}
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়,
আছে কি রাখা বাঁচার… ঠিকানা… ঠিকানা… আআআ।
আরও একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ওই বুকে দাঁড়াই,
আকাশের হাঁচানিতে সাড়া দিই
কি হবে – না ভেবে।
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক।
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে… নিজেকে।
আরও একবার রাজি আমি,
আমি রাজি ঝুঁকি নিতে,
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের… আমন্ত্রণে… Yeah A।
আরও একবার রাজি আমি,
আমি রাজি ঝুঁকি নিতে,
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের… আমন্ত্রণে… Yeah A।
{Bridge}
বেশি কথা থাক, বলো না,
থেকে শেখা গেছে, চলোনা।
পরিবর্তন এলো না তবু মনে… Yeah A।
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়,
আছে কি রাখা বাঁচার… ঠিকানা… ঠিকানা… আআআ
{Outro}
আরও একবার চলো ফিরে যাই,
পাহাড়ের ওই বুকে দাঁড়াই,
আকাশের হাঁচানিতে সাড়া দিই
কি হবে – না ভেবে।
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ,
আজও আমাদের ইচ্ছেগুলো এক।
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে… নিজেকে।
(Backing Vocals: ওহ হু হু… ওহ হু হু…)
ওহ… ওহ… না না না না না না না না… আয়… হে…