| Artist: | Rupam Islam |
|---|
আরও একবার চলো ফিরে যাই Chords
Version: Easy | Capo: 1st fret
By Rupam Islam
Emএতটা পথ পেরিয়ে
Gএসেছি তবু দু’জনে
Aযেন হয়ে গেছি আরওD অচেনা।
Emএতটা পথ পেরিয়ে
G এসেছি তবু দু’জনে
Aযেন হয়ে গেছি আরও Cঅচেনা… Dঅচেনা… আআআ।
{Verse 1}
Emস্বপ্নেরা তবু খুঁজে যায় Gজীবনের শেষ সীমানায়,
Aআছে কি রাখা বাঁচার… Cঠিকানা… Dঠিকানা… আআআ।
Emআরও একবার চলো ফিরে যাই,
Gপাহাড়ের ওই বুকে দাঁড়াই,
Aআকাশের হাঁচানিতে সাড়াC দিই
Dকি হবে – না ভেEmবে।
Emআরও একবার হাতটা ছুঁয়ে দেখ,
Gআজও আমাদের ইচ্ছেগুলো এক।
Aআমি জানি তুই আবার হাCরাবি
নিজেDকে… নিজেEmকে।
Em C G A
Emআরও একবার রাজি আমি,
Gআমি রাজি ঝুঁকি নিতে,
Aতোর চোখে উঁকি দিতে
Amসম্মোহনের… Cআমন্ত্রণে… Yeah A।
Emআরও একবার রাজি আমি,
Gআমি রাজি ঝুঁকি নিতে,
Aতোর চোখে উঁকি দিতে
Amসম্মোহনের… Cআমন্ত্রণে… Yeah A।
{Bridge}
Dবেশি কথা থাক, Gবলো না,
Cথেকে শেখা Aগেছে, চলোনা।
Cপরিবর্তন এলো না তবু Dমনে… Yeah A।
Emস্বপ্নেরা তবু খুঁজে যায় Gজীবনের শেষ সীমানায়,
Aআছে কি রাখা বাঁচার… Cঠিকানা… Dঠিকানা… আআআ
{Outro}
Emআরও একবার চলো ফিরে যাই,
Gপাহাড়ের ওই বুকে দাঁড়াই,
Aআকাশের হাঁচানিতে সাড়াC দিই
Dকি হবে – না ভেEmবে।
Emআরও একবার হাতটা ছুঁয়ে দেখ,
Gআজও আমাদের ইচ্ছেগুলো এক।
Aআমি জানি তুই আবার হাCরাবি
নিজেDকে… নিজেEmকে।
(Backing Vocals: ওহ হু হু… ওহ হু হু…)
ওহ… ওহ… না না না না না না না না… আয়… হে…
